রক্তঋণে কেনা জয়
  


যুদ্ধ জয়ে তৃপ্ত সবে সুখ তুল্যহীন
সেই আনন্দ নিখাদ, বেশি তৃপ্তিকর;
স্বাধীনতা তরে জয় জুড়ি নেই তার,
চির গৌরবে বিজয় মুখরিত দিন।
লাল সবুজে আচ্ছন্ন এ ভূম সবার;
সুদৃঢ় শ্রমের হাতে মহান কেতন,
রক্তঋণে কেনা জয় এ পথ বন্ধুর!
বজ্রকন্ঠে জাগে বীর রচে মুক্তি ক্ষণ।


রুদ্ধ শাসন শোষণ দমন যন্ত্রণা,
সম্ভ্রম হারা মা-বোন বুদ্ধিজীবী ত্রপা;
দিগন্ত পেরিয়ে যায় আছে কি সান্ত্বনা?
শহিদ রক্তের ধারা ভরে যায় ধাপা।
নিশিদিন বয়ে চলে পুলক জোছনা;
তাঁদের মহান ত্যাগে এ জীবন যাপা।


  —অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০৫/১২/২০২১