পঁচিশে মার্চ,অসীম অনিশ্চয়তায়
সোনার বাংলায় অমানিশা আসে নাশে,
দশ এপ্রিলে এক প্রত্যয় ঘোষণায়
পাশবিকতার রাহু থেকে মুক্তি আশে;
শত বর্ষের ইতিকথা বদলে যায়,
রক্তাক্ষরে লিখে দিন নব ইতিহাসে।
বঙ্গবন্ধু বিনে চরম উৎকন্ঠায়;
স্বাধীন বাংলা বেতারে শব্দে স্বস্তি আসে।


সার্বভৌম গণ-প্রজাতন্ত্রের ঘোষণা;
কারারুদ্ধ বঙ্গবন্ধু হন রাষ্ট্রপতি,
নজরুল-তাজ উদ্দীনের নির্দেশনা;
শাসক বিরুদ্ধ মুক্তিযুদ্ধ পায় গতি।
জাগে মুজিব নগরের বহ্নি চেতনা
ধর্ম-বর্ণ মিশে সবাই বাঙালি জাতি।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
       রচনাঃ ১০ এপ্রিল,২০১৮
      (স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ দিবস উপলক্ষে।)