শিল্পীর তুলিতে আঁকা পল্লি ছবিখানি
সবুজের মাঝে মেঠোপথ চলে বাটে,
বাতাস দোল খেলে যায় ফসল মাঠে
পাখির কাকলি রাখালের বংশী ধ্বনি;
কলসি কাখে গাঁয়ের বধূ যায় ঘাটে
নদীজল ছন্দে বাজে কুলকুল রণি,
স্নিগ্ধ বিকেল স্বর্ণ আভা গোধূলি পাটে;
শ্যামা শিসে কোকিল সুরের আবাহনী।


নাচে মনপ্রাণ নির্মল বায়ু সেবনে;
বাংলার রূপখানি ফোটে পল্লি-প্রান্তরে,
অপরূপ প্রকৃতি দোলায় কবি প্রাণে
বাঙালি সুখের বাস গ্রাম্য শান্তি নীড়ে,
শেকড় গাঁয়ে ইটসখা শহুরে জনে
জন্মিছে স্বনামধন্য ছায়াসুনিবিড়ে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ১৪/১০/২০১৮