শৈশব


পুষ্প সুরভিত শৈশবের দিনগুলি
হাতছানি দিয়ে ডাকে নিতি বারে বারে।
নানা রঙে রঞ্জিত স্মৃতি কেমন ভুলি!
নিস্ফল অভিলাষ,পারিনা যেতে ফিরে।
খুশিতে যেতে স্কুলে, পথে পুস্তক ফেলি,
স্যারের পিটুনি খেয়ে ফিরি নিজ নীড়ে।
মাতোয়ারা মন নব বই গন্ধে ভরে,
গুরু পাঠনে মগ্ন গেঁয়ো জীর্ণ কুটিরে।


মাঠের ধূলি খালের কাদা-নীরে খেলি
চন্দ্রালোকে পুঁথি পাঠ শুনি আঁখি মেলি।
ভয়ে কাঁপি একদা নিষ্ঠুর জলোচ্ছাসে
মাতৃস্নেহে জ্যেষ্ঠ ভগ্নি তুলে নেয় কোলে।
সুখ-দুঃখে জীবন গড়া শৈশব শেষে,
পিতৃ-ভগ্নি বিয়োগে ভাসি নয়ন জলে।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৯-০৭-২০১৭