সারাক্ষণ নয় রে
    (গীতি কবিতা)


যেন ঢাকে আঁধারে হিয়ার মাঝারে
ক্ষণিকে হেরি তারে সারক্ষণ নয় রে।।


যেন ঝড় আসে  সব আশা নাশে
নিয়ে যায় উড়ায়ে ত্রপিত থাকি ভয়ে
মেঘে মেঘে অন্ধকারে দেখতে নারি তারে।।


আশা না পুড়াতে হারিয়ে যায় চকিতে
ফিরে না আসে আমারই সকাশে
ওহে প্রাণ না জুড়ায়— না পাবার কাতরে।।


কেমনে পাইবো তারে উপায় বলো নারে
চকিত আঁখি পল্লবে দরশন পাই যবে
দেবো না আর ছেড়ে রাখবো জড়ায়ে অন্তরে।।


হৃদয়ে বিষের ব্যথা কে শোনে সে কথা
সাধ্য কোথা মোর ভেবে না পাই আর
ওহে শূন্য হৃদয়ে এত প্রেম নাই হেথায়ে
তাই রাখতে নারি তারে মম হৃদয় মন্দিরে।।


   —অধ্যক্ষ দেলওয়ার হোসেন শিকদার
       রচনাঃ ৯ মে,২০২২