স্বপ্নের সেতু


একটা স্বপ্নের সেতু উদ্যোগ নির্মাণে
ষড়যন্ত্রের হোতারা করে কান ভারি
বিদেশি দোসরগণে খেলো জাল বুনে
দাতা গোষ্ঠী অর্থায়নে সরে পড়ি-মরি।
দুর্নীতি নয়, প্রচেষ্টা!অজুহাত আনে
আদালতে অপচেষ্টা, অনুকূলে জুরি!
যত সব কুলাঙ্গার দেশপ্রেম হানে;
শত চেষ্টা ব্যর্থ হলে করে  আহাজারি।


বঙ্গবন্ধু কন্যা তাই দৃঢ় অবিচল
নিজস্ব অর্থে নির্মাণ স্পৃহা জাগে তাঁর
গোটা দেশ তাঁর পরে ঢের আস্থাশীল
পদ্মা সেতু উপহার জনক কন্যার।
শির অবনত যত কুলাঙ্গারগণে;
অবাক বিস্ময়ে বিশ্ব! জননেত্রী রণে।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
  রচনাঃ১০ জুন, ২০২২