সে শুভ লগন


কুঞ্জবনে সুবাস ভাসে শিক্ত সমীরে ;
স্নেহ স্পর্শে বিকশিত সুখ শিহরণ,
প্রথম শশী উদয় মুগ্ধ আঁখি খুলি
শেফালী ফুটলো সন্ধ্যায় ধন্য হলো ক্রোড়।
সেথা শূন্যে তারারা জ্বলে সহাস্যে
আপন শোভায় মমতার জড়াজড়ি,
শরতে ধরাতলে রূপ-গন্ধ ছড়ায় কেয়া কুঞ্জবন।
'নীপবনে' দীপ্তি পড়ে শুকতারা জাগে ;
চঞ্চল উল্লাসে গেহ, কানন কান্তার,
যে ডাক শুনতে মাতৃ-পিতৃ থাকে প্রতীক্ষায়—
এ ক্ষণে আগমন নতুন ছাড়পত্র পেল একজন,
বত্রিশ বসন্ত পার হয় আজ সে শুভ লগন।


  রচনাঃ ২৫ সেপ্টেম্বর ২০২৩।
(একমাত্র পুত্র অমি'র জন্মদিনে।)