শহিদ মিনার


একটি ভাস্কর্যের নাম শহিদ মিনার
ইট পাথরের স্থাপনা  দৃশ্যমান,
মূক প্রাণহীন একটি বস্তু!
তার মধ্যে জাতির রক্ত বহমান।
কোটি কোটি লোকের মায়ের ভাষা
না বলা কথায় অনেক কথন
বাঙালির চেতনার বহ্নিশিখা
রচা অনেক গাথা  করে বহন।
রক্ত স্নাত স্বাধীনতার সিঁড়ি
জাগায় অনেক হারানো বেদন!
শেকল ভাঙার গানে গানে
জাতির বিবেকের বাহন।
বিভেদের ঊর্ধ্বে ওঠা
একতার সুতোয় গ্রথিত বাঁধন
গোটা ধরিত্রী জাগানিয়া
সুরে সুরে মিলায় ঐক্যতান।
ভাষা সংস্কৃতি অধিকারে
মন্ত্রে উদ্ভাসিত বলিষ্ঠ ভাষণ,
শিশু কিশোর যুব বৃদ্ধের তরে
আগামী পথ চলার স্বপ্ন বুনন।


রচনা: ২১ ফেব্রুয়ারি ২০২৪
(একুশে বইমেলা চত্বর, ঢাকা)