—শাওন বরষ—


শ্রাবণ বরষ তান বাজে
মম মন মন্দির পুলকে মজে।।


বাতায়ন মেলে বসি মোহ মায়ায়
সুমধুর পতন ধ্বনি টানে নিরালায়
ধূসর ছবিখানি হৃদয় ছুঁয়ে যায়
মাতোয়ারা মন হারায় তারই মাঝে।।


রিমঝিম সুরে ঘনঘোর বরষায়
সিক্ত তনু মনে হরষ যোগায়  
গগন ফাটা বারি নামে অঝোর ধারায়
নবরূপে হেরি বসুমতি বধুয়ার সাজে।।


খাল বিল জলে ভরা নবযৌবনা
বিটপী পল্লব ঘন হরিতে আঁকে আল্পনা
চাষি গানে,ঘুঘু ডাকে, বরষ নৃত্যে মূর্ছনা
শাওন ললিত শ্রী মনোহরা দিবা-সাঁঝে।।


কার বাঁশি সুর বায় ভেসে যায় বহুদূর
নানা রঙের শাপলা ফুল বিলে ঝিলে ভরপুর
পাহাড়ি ঝরনা হয়ে আসে নদী ভরা নীর
পল্লি ছবি সিক্ত বসনে সুন্দরী রমণী রানীর
শাওন বর্ষা মাধুরী ডাকে আমায় কোন্ রাজে।।


   রচনাঃ ৭ আগস্ট, ২০২৩। ঢাকা।