------শাপলা ফুল----------


উদার গগন তলে গা ভাসিয়ে জলে;
থরে থরে গুচ্ছে গুচ্ছে অযতনে ফোটে,
এত সুলভ প্রাচুর্য নাহি কোন ফুলে;
জলাশয়ে উজ্জল সলজ্জ হাসি ঠোঁটে।
রঙে গন্ধে অনুগ্র~শোভিত বিলে ঝিলে
গৌরবে পবিত্রের প্রতিক হয়ে ওঠে,
সৌম্যমূর্তি শুভ্রশুচি শতধারে জ্বলে
মুদ্রায় আঁকা ছবি~দেশ ডাকটিকেটে।


জাতীয় ফুল গন্যে ধন্য জাতির তরে;
স্বর্গের শুদ্ধতা সুষমার চিহ্ন বহে,
চেতনায় বক্ষে ধরি সবে শ্রদ্ধাভরে
জন্ম পাঁকে~ঐতিহ্যে তাকে ধারক কহে।
সদা ঠাঁই বাঙালির হৃদয় কন্দরে;
সম্মানে মর্যাদায় উন্নত শিরে রহে।


---------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
           রচনাঃ০৩/০১/২০১৯