বর্ষণ ক্লান্ত লঘুভার মেঘ আলসে~
মন্থর ছন্দে নিরুদ্দেশে ভেসে বেড়ায়,
ঘন সবুজ স্নিগ্ধরূপ মন উচ্ছ্বাসে,
তারুণ্যের দোল দোল খেলায় সাজায়
সোনালি রোদ।রূপকান্তিময় আকাশে
মেঘমুক্ত সুনীলে রূপালি জ্যোৎস্নায়;
কাশের দোলায় শিউলির গন্ধ ভাসে,
মুক্তোদানা হাসে ভোরে ঘাসের ডগায়।


শারদ লক্ষ্মী মর্ত্যলোকে পুলকে ছুটে;
হর্ষে চাষা শস্য মাঠে যৌবন বিস্তারে,
রূপ সাগরে উৎসবের ঢেউ ওঠে।
মনোবীণা বাজে হৃদতারে সুরে সুরে;
ঢাকের শব্দে আনন্দ বহে সব বাটে,
পূজো-পার্বণে মেতে সবাই হৈ হুল্লোড়ে।


   ----- অধ্যক্ষ দেলওয়ার হোসেন
           রচনাঃ০৪/১০/২০১৮