শরৎ আসে আসে
(গীতি কবিতা)


মেঘ করে যায় যায় ওই নীল আকাশে,
সাদা ভেলায় ধরাতলে শরৎ  আসে আসে।


সাদা নীলে শাড়ি শোভা কাশ বনে বনে
বিছায়ে আঁচল দিয়েছে  যেন রমণীগণে,
কমলা রঙের শাড়ি পড়া ভাঁজের কোণে কোণে
গল্প আঁকে শরৎ গাথার শিউলি বনে,
পূজোর বার্তা নিয়ে শারদ জাগে নব আশে।।


শরৎ রাণীর প্রথম ক্ষণে
কালো মেঘ বিদায় প্রহর গুনে
শীতের আমেজ নাই আগমনে
শিশির বিন্দু দ্বিধায় ভনে,
শিমুল তুলা এলোমেলো  যেন গগনে হাসে।।


বৃক্ষরাজি আল্পনা ঘন সবুজ পাতায়
স্নিগ্ধ কোমল প্রকৃতি কাব্যিক মেলায়
ধবল ভূষণে শিউলি মালা খোঁপায় অপেক্ষায়
কাজল আঁখি দু' অধরে গোলাপি আভায়
পুঁতির মালা কর্ণে দুল দুলেছে দোলায়
শরৎ রাণী আসে ধরায় নতুন  বধুয়া বেশে।।


  রচনাঃ ১৭ আগস্ট, ২০২৩। ঢাকা।