শিক্ষা বাণিজ্য


সংকটের বৃত্তে গোটা শিক্ষাক্ষেত্র ঘোরে,
অযত্ন! মানোন্নয়ন নেই সব স্তরে।
শিক্ষা যেন পণ্য-দ্রব্য চলে বেচা-কেনা,
পাঠাভ্যাসে অমনোযোগিতা ক্লাসে নাস্তি--
কোচিং বাণিজ্যে মত্ত গুরু কে করে মানা,
অনিয়মে পিষ্ট শিক্ষা সর্বত্র অস্বস্তি।
পাঠদানে অবহেলা পরিবেশ নষ্ট;
অভিভাবক জিম্মি অর্থ-কড়ির কষ্ট।


শিক্ষার নামে সহজলভ্য পণ্য কিনে,
জীবসত্তায় বন্দি মানবসত্তা নাই,
ব্যাঙের ছাতা গজায় শিক্ষালয় বনে,
সনদে শিক্ষিত-- সুশিক্ষিত কোথা পাই।
সুনাগরিক গড়া শিক্ষার মূল লক্ষ্য,
মনুষ্যত্ব লাভে চাই সর্বস্তরে ঐক্য।


--- অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ২৫ জুলাই,২০১৭