--শ্রীমঙ্গলের পথ--

শ্রীমঙ্গলের আঁকা বাঁকা পথ
হেথায় মম হৃদয় কেড়ে নেয়।

যেদিকে দু'নয়ন মেলি হায়!
শুধু সবুজের আল্পনা দেখা যায়;
তারই মাঝে সরু অঙ্গুলি পাতা তুলে
লয় রে তার ঝোলায়।।

লাউয়ের ছড়া বন-বনানী
নানা পাখির কূজন শুনি;
শাখে শাখে পবন ধ্বনি,
হারিয়ে যাই রে গহন বনে মন ফিরিতে না চায়।।

ছোট ছোট পাহাড় পরে
চায়ের দ্রুম থরে থরে;
হরিতে আচ্ছন্নতায় ঘিরে,
কোন্ শিল্পীর  তুলি আচড়ে এঁকেছে মায়ায়।।

কোথাও নাই ধুলি-ধূসর
বয়ে বেড়ায়  নির্মল সমীর;
হৃদয় বাজে বীণার সুর,
সবুজের এ হাতছানি আমায় টানে নিরালয়।।

   রচনাঃ২২/১২/২০১৯
   (শ্রীমঙ্গল,সিলেট।)