শিশু বহে ভারি বোঝা নিত্য অধ্যয়নে
শিরদাঁড়া ন্যুব্জ শিশুর থলের ভারে,
পুস্তক চাপ হ্রাসে মন্ত্রণা গুণীজনে
অস্বীকৃত বই সংখ্যা অবিরামে বাড়ে।
নির্দেশ উপেক্ষিত কার বাণী কে শোনে!
নৈতিক শিক্ষা কোথা যান্ত্রিকতার দৌড়ে?
লেখাপড়া নামে শিশু আজ্ঞা ঘানি টানে;
দুর্বিষহ প্রাণ তবু নিস্তার নাহিরে।


সুন্দর শৈশব কেটে যায় ক্লেশ সয়ে,
বেড়ে ওঠার ন্যায্য পাওনা হেসে-খেলে;
বাঞ্ছিত পুস্তকে আর গল্পে সুখময়ে
দিনে দিনে আগ্রহে, কাজে সৃজনশীলে
নির্মল পরিবেশে আদর্শ কিশলয়ে;
সুস্থ দেহে আদেশ বোঝা বিনে সকলে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
-------রচনাঃ৭এপ্রিল,২০১৮