শীতের সকালে


---------------------
নিস্পন্দ পৃথ্বী ঢাকা কুয়াশার চাদরে;
প্রভাত হতে নারেই ঘুম ভেঙ্গে যায়,
শীতে জবুথবু বিছানায় টেনে ধরে;
কেউ অগ্নিদাহে খড় তপ্ত বাসনায়।
হিম বায়ুর কাঁপন লাগে হাড়ে হাড়ে;
শীতার্ত দেহে বিচিত্র বসন জড়ায়,
এমন কার সাধ্য জলে ডুব দেয় রে?
দীন কাঁপে শীত চাবুকে ছেঁড়া কাঁথায়।


ক্ষণিক আড়ষ্ট তব উল্লসিত প্রাণ;
খেজুর রসের পিঠাপুলি তৃপ্তি আনে,
মুক্তোকণা হাসে নিশাজল দূর্বাবনে,
সর্ষে গাঁদা সূর্যমুখী পুষ্পে ভরে মন।
প্রাতঃ স্বাদুত্য রোদ্দুরে ইচ্ছা জাগে সবে;
কনকনে হিমে কৃষক ছুটে সরবে।


------অধ্যক্ষ দেলওয়ার হোসেন
      রচনাঃ ২২/১০/২০১৭