স্নেহেরতৃষা
   (গীতি কবিতা)


নিশীথ রাতে নিঝুম ক্ষণে,
নিদ নাহি মম দু'টি নয়নে।।


মানিক বলে না নেয়  কেউ বুকে
তব চরণ ধুলি না পাওয়া শোকে;
যন্ত্রণা কাতরে মরি ধুকে ধুকে,
অশ্রু জলে ভাসি সদা বানে।।


বুকের মাঝে অতৃপ্ত বাসনা;
লুকাতে নারি জীবন বেদনা,
হারাই মমতা মাখা আঁচলখানা;
তাই নয়ন ভাসাই নীরব গোপনে।।


স্নেহের তৃষা রয় হৃদ মাঝে
পিপাসী প্রাণে হতাদর বাজে,
উথলে বারি লুকাই লোক লাজে
জীবন জুড়ে থেকো মাগো মম স্মরণে।।


—অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ০২/০৪/২০২০(রাত ২.২৬ টা)