তারুণ্য
===


তারুণ্যের জয়গাথা দেশ-দেশান্তরে
যুগে যুগে শুনেছি সবে আশার বাণী,
স্বপ্ন আর সম্ভাবনার সোনালি দ্বারে;
তারুণ্য তরে তাইতো প্রত্যাশার ধ্বনি।
বিশ্বময় আজ যেন কিছুটা বিবর্ণ
ছন্নছাড়া; হতাশার সাগরে নিলীন,
কর্ম শূন্যতায় অহর্নিশ সবে উদ্বিগ্ন;
মুছে যায় রঙিন স্বপ্নে বুননো দিন।


শুধু সাহস সম্বলে চলা লক্ষ্যপানে---
দেশ মাতৃকায় ওঠে মুক্তির ফসল;
কোথা সে তারুণ্য? লক্ষ্যে নেই অবিচল,
ব্যর্থতার গ্লানি মুছে চলো প্রাণপণে।
চাই স্বদেশপ্রীতি---উন্নয়ন সোপান;
উদ্দীপনায় পরিপূর্ণ তাজা তরুণ।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনা কালঃ ০৪ আগস্ট,২০১৭