বয়ে চলেছি পাহাড়ের প্রান্তর থেকে;
ঘন বিটপী সবুজে-শ্যামলে দু'তীরে
হরিতে হিরণে ন্যায় জড়াজড়ি করে,
দেশের ধুলো চুমে চুমে প্রবাহী হয়ে।
সূর তরল  সোনা গোধুলি-প্রাতেঃ ঝরে;
ইন্দু চলে যায় রূপোর প্রলেপ দিয়ে,
নানা রঙের নৌকা বেড়ায় বক্ষ পরে;
বিহঙ্গ-মীনে নৃত্যে বনি চপল মেয়ে।


অশান্ত হই বরিষায় ভরা যৌবনে;
আবেগে ভেসে দেয়া প্লাবনে জনপদ
রুদ্র-রোষে গ্রাসে বাতাস ভারী ক্রন্দনে,
দুঃখ শুধু!মম বক্ষে লুটোনি সম্পদ?
পলির উর্বরতা ভুলোনা কোন ক্ষণে;
শ্যাম-স্নিগ্ধ শোভায় মেটাও তব স্বাদ।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
     রচনাঃ০২/০১/২০১৯------


----ইচ্ছে হয়-------


শ্রান্ত ক্ষণে মম চিত্ত কল্পলোকে ভাসে,
চাঁদের আলোয় মাদুর পাতা আসরে
রূপকথার কাহিনি স্মৃতিপটে হাসে;
অচিন্ত্য মনে শুনেছি সুখনিদ্রা ঘোরে।
বকুল গাঁথা মালা~গৃহ ভরে সুবাসে
ঝাঁপ দেই নদী-জলে খেলি কাদা-নীরে,
বৃষ্টি ভিজে মাছধরা সন্তরণ হর্ষে
খেজুর রস চুরিতে দন্ডিত বিচারে।


অতীত আর ফিরে আসেনা কোন ক্ষণে
এসব কখনো মোরে হাসায়-কাঁদায়;
সে দিনগুলো উঁকিদেয় মনের কোণে
জীবন পাতা থেকে ছিন্ন হবার নয়।
ইচ্ছে হয় ফিরে যাই মধুর ভুবনে;
ক্লান্ত কর্ম ব্যস্ত জীবনে কী করে হয়!


---অধ্যক্ষ দেলওয়ার হোসেন
    রচনাঃ৩১/১২/২০১৮