ভালোবাসা দিবস যেন বিদ্রুপে হাসে;
গণতন্ত্র মুক্তি আশে রক্তাক্ত সন্তান,
পুষ্পের বন্যায় উন্মত্ত যুগল ভাসে
অশ্রদ্ধ স্বৈরচার নিপাতে আন্দোলন!
দমেনি দামাল শত নির্যাতন ত্রাসে
জয়নাল-জাফর রক্তে কাঁপে সিংহাসন,
গারদে পীড়ন চলে ফল নাহি আসে
মাতৃভূমি তরে এ প্রেম চির অম্লান।


ভালোবাসা দিন-ক্ষণ যত অসম্মানে
শহিদ নির্যাতিত জনে অশ্রদ্ধে রয়,
ত্যাগের পুণ্যপ্রীতি নিরবে কেটে যায়
স্মরিনু শ্রদ্ধাভরে কখনো কোন ক্ষণে।
রক্তের সিঁড়ি বেয়ে গণতন্ত্র বাংলায়;
পুষ্প মালা গাঁথি তব তরে ভালোবেসে।


----অধ্যক্ষ দেলওয়ার হোসেন
   রচনাঃ১৪/০২/২০১৯