জীবন নাশের আতঙ্ক--পণ্যে ভেজাল
নেইকো মৃত্যুক্ষণ; নির্বিচার আহারে,
অভিশাপ যেন আসমুদ্রহিমাচল।
চাল-ডাল পরিপূর্ণ বালিতে কাঁকরে,
ফল-মূল পূর্ণ বিষাক্ত ওষুধ তরে।
সতেজ! শাক-সব্জি মেশানো তুঁতে জল
মাছ-মাংস হারায় ফরমালিন ভিড়ে,
অর্থ লোভে অসাধু পাতে মরণ কল।


শিশু-খাদ্য, জুসে ভরা কৃত্রিম ফ্লেভার
বিষাক্ত রংয়ের তৈরি লোভনীয় খাদ্য,
ভেজালের রাজত্বে কার দেখার সাধ্য?
নকল ওষুধ খেয়ে জীবন সংহার।


সৎ প্রবৃত্তির জাগরণ পথে চলি,
মরণ বিভীষিকা ভেজাল দাও বলি।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৭/০৭/২০১৭