ভক্তের মিনতি


মম শূণ্য জ্ঞানের নেই পুণ্য পরশ
ছন্দময় লিখতে পারিনা কোন কাব্য।
খুঁজি বুদ্ধিবৃত্তির,নেই কো গর্ভলেশ
ভাবনাদেশে এক অতি নগণ্য সভ্য
ক্ষমা কর তব মিনতি করি এ নব্য।
দশ দিগন্ত জয় করে অসীম পানে
স্পৃহা! ধূসর ম্লানে ছুটে চলা অসাধ্য
চূর্ণ কর,যন্ত্রনা হে বিধাতা উত্থানে।
লেখনির শক্তি দাও অগ্নিবীণা রূপে
প্রভাতের নির্মল সমীরণে অালোয়ে
ঠাঁই হয় যেন সব কবির হৃদয়ে।
কাব্যের পংক্তিগাঁথায় লেখনি না কাঁপে।
দূর কর আমায় সব বিপত্তি ভয়
শ্রদ্ধাসিক্ত ভক্তের মিনতি রক্ষা হয়।


অধ্যক্ষ দেলওয়ার হোসেন
২৫/০৭/২০১৭