ভোরের শরৎ


শরৎ প্রাতে শেফালি ঘ্রাত সমীরণ;
শিশির সিক্ত দূর্বায় ভোরের রোদ্দুর,
কনক কিরীটে মাতৃ উজ্জল কিরণ;
সবুজ শাড়ি অঙ্গনে হাসছে মধুর।
বিহানে বিহগ কন্ঠে জাগে মধুগান;
কাশগুচ্ছে ছন্দ নৃত্যে হর্ষে বালুচর,
ঝলমলে ভরা ক্ষেতে দোলায় নবীন;
বিলের পদ্ম কুমুদে শুভ্র অলংকার।


শারদ শিশির বিন্দু যেন বেদনায়;
বিরহিনী হৃদে পড়া ঝরা অশ্রুকণা,
আবেগ আপ্লুত হয় ভাবুক হৃদয়;
মনের গহিনে আঁকে বিচিত্র আল্পনা।
দীপ্তিমান তৃপ্ত  হাসি একটি নয়নে;
অপর নয়ন ভরে  অশ্রু বরষণে।


   সংশোধিতঃ২৫ আগস্ট, ২০২৩