বাতিল নাচে তা থৈ তা থৈ
আমরা সবাই কই ?
দেখে শুনে আমরা সবাই
চুপটি করে রই ।
যাচ্ছে যে সব রসাতলে
আপন পর সবই সবই ভুলে
কেমনে বলো সই ?
রঙ্গ রসের উল্লাসে যে
নিত্য মাতে অই ।
আমরা ক’জন ভেবে সাড়া
কেমন করে সই !
মিথ্যে কথার ফুলঝুড়িতে
মূখে ফোটে খই ।
এমন সোনার দেশটারে যে
নিয়ে গেলি কই ।
আমাদের এই দ্বন্দ্বে যে ভাই
শকুন আসে অই ।
ঐ শকুনের খাবার হতে
কেউ তো রাজি নই ।
আয় নারে ভাই সবাই মিলে
বন্ধ মনের দুয়ার খুলে
মিলে মিশে রই ।
আয় না কাধে কাধ মিলিয়ে
সব ভেদাভেদ ভুলে গিয়ে
দেশটা গড়ে নেই ।