বাংলাদেশ


চুপটি করে আছো মানুষ
আরাম করে ঘুমাও
নড়ছে তোমার বসতবাটি
টের কি তুমি পাও ?
গড়ছে ওরা মারনঘাটি
দখল নেবে তোমার মাটি
তাই কি তুমি চাও ?
বাঁচতে যদি চাও রে মানুষ
ঘরের বাইরে এসো
ভয়ের আগল ভেঙ্গে এবার
উজান গাঙে ভাসো ।
অসীম শক্তির আধার তুমি
ভুলছো কেন ভয়ে
বুক চিতিয়ে দাঁড়াও এবার
সকল দুঃখ সয়ে ।
শব্দবিহীন কান্নাতে যে
কাঁপছে দেশের মাটি
অশ্রু মুছে শক্ত হাতে
গড়ো দুর্জয় ঘাটি ।
দাঁড়াও যদি সাহস করে
শত্রু হবে শেষ
দুঃখ ভুলে হাসবে আবার
তোমার বাংলাদেশ ।