বেগম পাড়া


বেগম পাড়ায় থাকেন বেগম সাহেব থাকেন দেশে
লোভের জিহ্বা লকলকিয়ে রক্ত যে খান চুষে।
সৌম্য সাধু  সাজেন তিনি হরেক রকম বেশে
মাথা পিছু আয় যে গুনেন মুচকি হেসে হেসে।
উন্নয়নের জাল যে বুনেন মনের হরষে
স্বপ্ন ভঙ্গে দেশের মানুষ অশ্রু জলে ভাসে।
জনগনের পকেট থেকে যায় চলে যায় হেটে
আলতো করে পাড়ি জমায় বেগম পাড়ার ফ্লাটে।
বেগম পাড়ার ফ্লাটের সংখ্যা যায় লাফিয়ে বেড়ে
আমার ক্লান্ত শরীর যায় এলিয়ে জীবন যুদ্ধে হেরে।
মডেল মোরা বিশ্ববাসির বিশ্ব দেখুক চেয়ে
বিষম ফারাক তোমার আমার মাথাপিছু আয়ে।
ভাটার টানে যাচ্ছে কিছু আর্বজনা ভেসে
ঘুমন্ত এই মানুষ এবার জাগবে বীরের বেশে।
এসো কন্ঠে মোদের কন্ঠ মিলাই বজ্রমুষ্ঠি তুলে
রক্তচোষা পশু সবাই দেশ ছেড়ে যা চলে।