কত বসন্ত পার হয়ে আজ
ফুটলোরে ফুল ঐ নীলিমায় ।
সুখ পাখি আজ পাখা মেলে দেয়
বিরহ ভুলে ওই দূর জোছনায় ।
মন বাগানে ফুলে ফুলে উড়ে
কত না মধুর গুঞ্জরনে ।
গেয়ে যায় অলি সব কিছু ভুলি
মিষ্টি সুরের ঐ কুহুতানে ।
হৃদ মাঝারের ক্যানভাসে আজ
কে যেন কত ছবি একে যায় ।
দুটি হৃদয়ের মিলন মেলায়
স্বপ্ন সুখে শুধু ভেসে যায় ।
ধবল জোছনায় নীল চাদরে
মুড়ি দিয়ে আজ দু জনায় ।
ভাসবো শুধু দুজনায় আজি
উষ্ণ সুখের মিলন মেলায় ।