হায়েনারা খাচ্ছে যখন আমায় ছিড়ে খুড়ে
খাচ্ছো তুমি পোলাও কোর্মা আরামে পেট পুরে ।
বাধছো তুমি পাগড়ি কষে গায়ে আতর মেখে
হাসছে ওরা তোমার এমন নীরবতা দেখে ।
আসবে যখন তোমার পালা টের না তুমি পাবে
দেখবে তখন কেমন মজা করে তোমায় খাবে ।
বেচছো তুমি তোমার ঈমান এই দুনিয়ার দামে
কিনছো তোমার গলার বেড়ি নিজের শ্রমে ঘামে ।
আমার কষ্টে খামোশ তুমি ভাসছো ভবের নায়ে
বেহুশ তুমি নগদ লাভের একটু খানি আয়ে ।
তাগুত তোমার পথের সাথী কোন সে পথে হাটো
নগদ লাভের ডলার পাউন্ড তৃপ্তি ভরে বাটো ।
বিবেক তোমার বন্ধ রেখে অন্ধ হয়ে থাকো ?
ধরবে যখন তোমায় ওরা বাঁচতে পারবে নাকো ।
বিভেদ ভুলে স্বার্থ ছেড়ে আলোর পথে এসো
হেরার আলোয় খোদার জমীন শক্ত হাতে চষো ।