ফাগুন আমার আগুন বুকে
বাজায় প্রলয় বীণ ।
প্রতিরোধের দীপ্ত শপথ
জাগ্রত নিশিদিন ।
শিমুল ফুলের কোমল বনে
থাকবে না কেউ দুঃখে ।
দুঃশাসনের চোখ রাঙ্গানি
আবার দেবো রুখে ।
খুন রাঙা ঐ পলাশ ফুলে
ফাগুন হাওয়া দোলে ।
আমার মায়ের মুখের বুলি
হৃদয়ে ঝড় তোলে ।
ফাগুন আমার অধিকারের
দীপ্ত অহংকার ।
কে রুধিবে আমার দাবী
সাধ্য আছে কার ।
আর দেবো না করতে ক্ষত
আমার হৃদয় ভূমি ।
রক্ত শপথ নিলাম মাগো
তোমার কপোল চুমি ।
সালাম,রফিক বরকতেরা
আসে ফাগুন মাসে ।
বিশ্ব জুড়ে বাংলা দেখে
বিজয় সূখে হাসে ।