নৃশংসতার হিংস্রতায় আজ জলছে মাতৃভূমি
এমন দিনে ঘরের কোণে চুপটি আছো তুমি ।
প্রতিহিংসার ভয়াল গ্রাসে যাচ্ছে মানুষ ভেসে
কুচক্রিরা তুলছে ঢেকুর ক্রূর হাসি হেসে ।
চর দখলের সেই লাঠিয়াল আবার এলো ফিরে
জিঘাংসার ঐ আক্রোশে আজ খাচ্ছে বুকটা চিড়ে ।
ধুকছে মানুষ বঞ্চনার ঐ প্রহর গুনে গুনে
শান্তি কপোত যাচ্ছে উড়ে কোন সে নির্বাসনে ।
কপট সাধু ভেক ধরেছে আবার বসবে নায়ে
আবার খাবে মনের সুখে হেসে নেচে গেয়ে ।
ফুসছো তুমি ঘরের কোণে নিস্ফল আক্রোশে
বলছো কত কথা সবাই যার যার ঘরে বসে ।
এমনি করেই কাটবে কি আর অমাবশ্যার ঘোর
কেমনে বলো আসবে আবার সেই সোনালী ভোর ।
জাগো মানুষ জাগো আবার তন্দ্রা ঝেড়ে ফেলে
দুঃশ্বাসনের শিকল ছিড়ে দাও ডানা দাও মেলে ।