কি নির্মম না বিষয়টা !
আমার বৃদ্ধা,মধ্যমা,অনামিকা আঙ্গুলের
চাপটা ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে ।
পিছলে পড়ে যাচ্ছে এ ত্রয়ীর মধ্যে আটকে থাকা কলমটা ।
লিখতে পারছি না
“নির্মম নির্যাতনে একজন বন্দী অসহায় নারীর করুণ মৃত্যু ।“
কতটা ভয়ংকর না বিষয়টা !
একজন বন্দী অসহায় মানুষ, তাও আবার একজন নারী
প্রবল আঘাতে আঘাতে ক্রমশ নিঃশেষিত হয়
তার সহ্যশক্তি ।
করুণ,অসহায় দৃষ্টিতে রাষ্ট্রের,সভ্যতার দিকে তাকিয়ে থেকে
এক সময় নিস্তেজ হয়ে ঢলে পড়ে অনাঙ্ক্ষিত মৃত্যুর কোলে ।
বিচারকের দেয়া মৃত্যুদন্ডাদেশ ছাড়া
এমন কি কোন বিচার ছাড়াই
একজন নিরপরাধ মানুষের বেচে থাকার অধিকার
কেড়ে নেয়া এ কেমন পাশবিকতা ?
কি আশ্চর্য ! মানবতার ফেরিওয়ালারা আজ উধাও ।
নিশ্চুপ সমাজ, সভ্যতা, রাষ্ট্র ! সেই সাথে আমি ও ।
জেসমিন
আমাদের ক্ষমা করে দিও তুমি ।