কে আছো তুমি


কে আছো তুমি
আপন বিশ্বাসে বলীয়ান হয়ে বীর সুমাইয়ার মত নির্ভীক কন্ঠে
বজ্র চমক হেনে বলতে পারবে “ আল্লাহু আকবার “।
কে আছো তুমি
বাতিলের বুকে কাপন ধরাতে
প্রলয়ংকারী হুংকারে বলে উঠবে “নারায়ে তাকবির “
কে আছো তুমি
আমার বিশ্বাসের জমিন খামচে ধরা
শকুনের নখদন্ত উপড়ে ফেলতে
আগুনের ফুলকি হয়ে জ্বলবে ।
কে আছো তুমি
অক্টোপাশের মত আমার কন্ঠনালী চেপে ধরা
অত্যাচারী শাসকের নোংরা মুষ্ঠি ছাড়াতে
রক্ত হিম করা হুংকারে কাঁপাবে আকাশ বাতাস ।
কে আছো তুমি
বখতিয়ারের অশ্বখুরের প্রবল আঘাতে
নিশ্চিহ্ন করে দেবে তাগুতের ঐ বেশামাল রংমহল ।
কে আছো তুমি
তিতুমীরের বাঁশের লাঠিতে খুন রাঙা মশাল হাতে
গগন বিদারী গর্জনে বুনে দেবে সাহসের রক্তবীজ ।
কে আছো তুমি
ইতিহাসের প্রতিটি ক্ষণে অন্ধকারের জাহেল ভূমিতে
শক্ত হাতে বিছিয়ে দেবে আমার বিশ্বাসের জায়নামাজ ।
কে আছো তুমি
হেরার আলোর স্নিগ্ধ পরশে
জন থেকে জনান্তরে প্রতিটি জনপদে
ছড়িয়ে দেবে তৌহিদের ঐ চিরন্তন বাণী
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)।