কেমন আছেন ভাই সকলে কেমন আছেন ভাই
জানি রে ভাই এমনি দিনে কেউ যে ভালো নাই।
যুদ্ধবাজের যুদ্ধ খেলায় জীবন হলো ছাই
কত প্রাণ যে হলো বিলীন হিসাব যে তার নাই।
দুঃখ কষ্ট জুলুম শোষণ বাচা যে হয় দায়
অত্যাচারীর খড়গ চাপায় জীবন চলে যায়
মানুষ নামের হিংস্র দানব রক্তের হোলি খেলে
রক্তচোষা অমানুষ দেয় লোভের জিহ্বা মেলে ।
যত পায় তত চায় পারলে সবই খায়
বাস্তুহারা হয়ে মানুষ করে হায় হায়
অশান্তির এই দুঃসময়ে শান্তি কোথায় পায়
এদিক সেদিক ঘুরে শুধু করে হায় হায় ।
শান্তি খোঁজে বিশ্ববাসী শান্তি কোথাও নাই
যেথায় গেলে শান্তি মিলবে সেথায় যে কেউ নাই।
শান্তি পথের পথিক যে ভাই কেউ না হতে চায়
এলোমেলো পথে হেটে শান্তি নাহি পায় ।
একক একটি পথের যাত্রী আসুন সবাই হই
লা ইলাহা ইল্লালাহু বলি আমরা সবাই
উসওয়াতুন ঐ হাসানাতে শামিল হয়ে যাই ।
মুহাম্মাদুর রাসুলুল্লাহর পথের সাথী হই ।
মিলবে মুক্তি পাবে শান্তি  জীবন হবে সুখী
ইহকাল আর পরকালে কেউ না হবে দুঃখী ।