কোন সে পাখি বসত করে আমার সোনার গায়
রঙ বেরঙ বায়না ধরে কত কিছু চায়।


সাজায় সুখের রঙ্গিন জীবন মোহিনী মায়ায়
তবু পাখির মন ভরে না আরো কত চায়।।
দিবা রাতি অর্হনিশী সুখের পানে ধায়।
কোন সে পাখি বসত করে আমার সাধের গায়।


এত সুখের পরেও পাখি আপন নাহি হয়
মায়ার বাধন ছিন্ন করে যায় চলে সে যায় ।।
আপন ঠিকানায় পাখি যায় রে উড়ে যায়।
কোন সে পাখি বসত করে আমার সাধের গায়।


নিঠুর পাখি চায় না ফিরে যখন চলে যায়
আর তো ফিরে আসেনা সে চিরতরে যায়।
যেথা থেকে আসে পাখি সেথায় চলে যায়।
কোন সে পাখি বসত করে আমার সাধের গায়


কোন সে পাখি বসত করে আমার সাধের গায়
রঙ বেরঙয়ের বায়না ধরে কত কিছু চায়।