প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
কেনই বা করছো এ দায়িত্ব পালন ।
তুমি কি জানো, তোমার দায়িত্বের পরিধি কতটুকু ?
তুমি তা জানো কি ?
প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
যিনি তোমাকে সৃষ্টি করেছেন
দিয়েছেন বিনামুল্যে অক্সিজেন,আরো কত কিছু ।
সুঠামদেহী শক্তিশালী অবয়বে গড়েছেন তোমায় ।
তুমি কি তাঁর প্রতিনিধিত্ব করছো ?
প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
যিনি এ ভূমন্ডলের সকল কিছুকে করেছেন তোমার করায়ত্ব ।
বুদ্ধি,বিবেক জ্ঞন অকাতরে তোমায় করেছেন দান ।
এত মায়া মমতা ভালোবাসায় সাজিয়েছেন তোমার জীবন ।
তুমি কি তাঁর প্রতিনিধিত্ব করছো ?
প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
তুমি কার ইচ্ছাতে সাজাচ্ছো এ জীবন ।
যিনি দিনকে প্রবিষ্ট করান রাতের মধ্যে
আবার রাতের অন্ধকার গহ্বর থেকে বের করে আনেন দিনকে ।
তুমি কি তাঁর প্রতিনিধিত্ব করছো ?
প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
যিনি ফুলেল সৌরভে রংবাহারি সাজে
সাজিয়েছেন নয়ানাভিরাম ভূবন ।
পাখ পাখালির কুহুতানে সুর লহরী তুলে
বিনোদিত করেছেন তোমার হৃদয় মন ।
তুমি কি তাঁর প্রতিনিধিত্ব করছো ?
প্রতিনিধি
তুমি কার প্রতিনিধিত্ব করছো ?
কি এক অদ্ভত শখের বশে
পরম মমতায় যিনি,সৃষ্টি করলেন তোমায় ।
তারপর তোমাকে দিলেন সৃষ্টির সেরা মর্যাদা ।
দিলেন পৃথিবীতে তাঁর প্রতিনিধিত্বের দায়িত্ব ।
তুমি কি তাঁর প্রতিনিধিত্ব করছো ?
আদৌ তুমি তা করছো কি ?
তাহলে,তুমি কার প্রতিনিধিত্ব করছো ??