কে জানে
আর কত পথ চলতে হবে
লাল খুন রাঙা পথে ।
সেই কবে থেকে শুরু,
ওহুদ,বদর খন্দক পেরিয়ে
বালাকোটের পথ বেয়ে
তিতুমীরের বাঁশের কেল্লা ছাড়িয়ে
নোঙ্গর ফেলেছি ৫ই মে শাপলা চত্বরে ।
নিকষ কালো ঘুটঘুটে অন্ধকার
ছোপ ছোপ লাল খুনের আভায়
প্রস্ফুটিত শাপলার লাল পাপড়ি
হতোদ্যম করতে পারেনি আমাকে ।
থামিনি আমি,থামবো না কভূ ।
লক্ষ্য আমার স্থির ।
কাল থেকে কালান্তরে চলবো আমি ।
নিরন্তর,অনন্তের পানে এ পথ চলা ।