আমার দেশের সোনার মানুষ সোনা যে ফলায় মাঠে
শ্যামল ছায়ায় সোনালী মায়ায় বুকেতে কাঁপন উঠে।
সোনা ফলা মাটি আরো হয় খাটি সবুজের বিয়াবানে
কত না মায়ার মমতায় ভরা আকুল প্রাণের টানে।
ছোট বড় কত নদী নালা বিল আচল বিছায়ে থাকে
কত না মধুর বেদনা বিধুর স্মৃতি পটের ও বাঁকে।
ছোট ছোট মায়া আহা রে  কি মায়া একে অপরের তরে ,
এমন ও খাটি সোনার মানুষ পাবে কোথা আহা রে !
লুটেরার দল লুটে নিল কত এ দেশের কত ধন
নিয়েছে অনেক পারেনি তো নিতে লড়াকু মানুষের মন।
সোনার দেশের সোনার মানুষ করে নি কো নত শির
যুগে যুগে কত জন্ম নিয়েছে এ দেশে কত না বীর।
অজেয় এ মাটি দুর্জয় ঘাটি মানেনি কো পরাভব
ধন্য যে আমি জন্মে এদেশে এ আমার চির গৌরব।