কোথায় আমার স্বপ্নসারথী
ছেড়ে দাও লাগাম, ছোটাও স্বপ্নের ঘোড়া
সাগরের উর্মিমালা পায়ে পায়ে দলে
বন বনান্তের গা হিম হিম নিঃশ্বব্দতার বুক চিড়ে
তীব্র বেগে ছুটে চলো
মুক্তিকামী মানূষের কাফেলার রাহবার হয়ে ।
কোথায় আমার স্বপ্নসারথী ?
শুনতে কি পাও সেই অস্ফুট ধ্বনি !
বুক ফাটা চাপা আর্তনাদের নীরব ক্রন্দন ?
দেখতে কি পাও ?
বারংবার স্বপ্নভঙ্গের বেদনায়
আশাহত মানুষের সকরুণ মুখ ?
দীগন্তজোড়া ঘন কালো মেঘের ছায়ায়
কম্পিত পদভারে একটু কি থমকে দাঁড়াও তুমি ?
অজানা শংকায় কম্পমান বুঝি ক্লান্ত হৃদয়
আমার স্বপ্নসারথী
দাড়াও আবার ঘুরে দাড়াও
হাতে নাও দীপ্ত শপথের রক্ত মশাল ।
কালবোশেখীর তীব্র ঝঞ্ঝা হয়ে ছিন্ন ভিন্ন করে দাও
লুটেরা বর্গীর হিংস্র থাবা ।
স্তদ্ধ করে দাও হায়েনার পৈশাচিক অট্টহাসি ।
আসন্ন সুবহে সাদিকের শান্ত সমীরণে
শত কোটি হাতে বুনে দাও সাহসের রক্তবীজ ।
অংকুরিত খুন রাঙা গোলাপের স্নিগ্ধ সুবাসে ,
মেখে দাও তৃষ্ণার্ত বুকের তৌহিদি জমীন ।