নাস্তিকেরা আস্তিকদের ও তালিকা যে করে
তারপরেও হুজুররা কয় দেখি কি হয় পরে।
একে একে মাওলানাদের জেলখানাতে পুরে
তারপরে ও মাওলানাদের হুশ নাহি যে ফিরে।
মাঠে ঘাটে মাহফিলের সংখ্যা বৃদ্বি দেখে
আফসোসের সীমা নাই যে মন্ত্রীদের মুখে।
বানরের ও জাতি যে ভাই বানাতে চায় ওরা
ধাওয়া খেয়ে পালিয়ে যায় নিয়ে পাগলা ঘোড়া ।
লিভ টুগেদার করে ওরা পশুর মতো হায়
পত্রিকার ও পাতা খুলে দেখতে পাওয়া যায় ।
যেমন খুশি তেমন করে টাকা যে কামায়
অবৈধ সে টাকা তারা ক্যাসিনোতে উড়ায় ।
পাপিয়াদের কুহুতানে আসর মাতায়
পরীদের ও পরিস্থানে নেশায় ডুবে যায় ।
লক্ষ কোটি টাকা নিয়া উড়াল ও যে দেয়
মনের সুখে বেগম পাড়ায় আবাস গড়ে নেয় ।
সময় হলে মাথায় ঘোমটা তসবিহ হাতে নেয়
সময় শেষে স্বমুর্তিতে আবির্ভুত হয় ।
সফেদ সাদা লেবাসে যে কত কথা কয়
কথার ফাকে চুপিসারে টাকা লুটে নেয় ।
স্বদেশ প্রেমে গদ গদ কত যে গান গায়
ক্ষমতার ও লোভে দেশের বারোটা বাজায় ।
এই না দেখে আমজনতা করে যে হায় হায়
ওদের থেকে রেহাই পেতে খোজে যে উপায় ।
মনে মনে প্রমাদ গোনে ইতি উতি চায়
কে দেখাবে মুক্তির ও পথ থাকে সে আশায় ।