কেমন করে কাটাও সময় শুধু তসবিহ গুনে,
তোমায় বধে অষ্টপ্রহর যাচ্ছে যে জাল বুনে ।
নেকীর হিসাব করছো তুমি জায়নামাজে বসে,
চতুর্মূখী জাল বিছিয়ে বাধছে তোমায় কষে ।
বধির হয়ে চক্ষু মুদে কল্পনাতে ভেসে,
ধ্যানে তোমায় মগ্ন দেখে, ওরা মুচকি হাসে ।
চোখটি খুলে হৃদয় মেলে তাকাও বাহির পানে,
যাচ্ছে ভেসে তোমার তরী কোন সে ভাটার টানে ।
এমনি ভাবে চুপটি করে থাকো যদি বসে,
কে বুনবে তৌহিদি বীজ জাহেল জমিন চষে ।
দাড়াও এবার হেরার নিশান শক্ত হাতে তুলে,
জাগুক তোমার আহল জাতি দীর্ঘ ক্লান্তি ভুলে ।