অনুদার
    ^^^^^^^^^^
আল্লা তার রহমত নিয়ে
ভগবান তার কৃপা নিয়ে
গড্ তার গ্রেস্ নিয়ে
ঘুরে বেড়ান-
আমরা তার পাশ কাটিয়ে
গলিতে যাই, অন্ধকার পাই
গাড্ডায় যাই, পঙ্কিল হই
অনন্ত ছুটে বেড়াই কৌণিকে-কৌণিকে
পুনঃপুনিকে।
খোদা তাঁর শান্তির জল দেন
আমরা হই উত্তপ্ত মরুভুমি,
ঈশ্বর সৌহার্দের ফুল দেন
আমরা করি অঙ্গার!
লর্ড প্রেমের হাওয়া দেন
আমরা করি কলুষিত;
পরমেশ্বর অনন্ত ক্ষমা দেন
আমরা বিস্মৃত হই
বিবরে যাই,
গহ্বর কুহক জড়িয়ে করে নেয় গুহাবাসী।
==========================
                                       - প্রভঞ্জন ঘোষ।