দু'পাশে খুঁজতে গিয়ে
হাত দুটি উধাও দেখি,
দু'পায়ে দেখি বটবৃক্ষের ন্যায়
আলম্ব ঝুরি,
মধ্যিখানের
হৃৎপিন্ড খুঁজে পাই না:
হাঁড়ির ন্যায় শূণ্যতা রেখে
বোধগম্যে দীর্ঘদিন পরিযায়ী-
একে একে- শিরদাঁড়া, পাচনগ্রন্থী
কশেরুকা উধাও হতে দেখি।
জীবনটাকে খুঁজতে গিয়ে
বিনিময়,হাওয়া হাতড়িয়ে
নিজেকে ভূত জেনে চমকে উঠি!
আসলে, মনুষ্যত্বহীন এ সমাজ;
মানে-মননে-সঞ্চালনে মৃত- - -
ভূত-ই তো হয়ে আছি।
""""""""""""""""""""""""""'"'"""'"'