বেপরোয়া
^^^^^^^^^^^^
কাঁঠাল গাছ হ'ব,
যত বেশি দাগা দেবে
কেটে ছিঁড়ে ছাঁটা দেবে
তত বেশি জমকালো
বুনো ঝাড় হ'ব।


মৃত্তিকা হ'ব,
যত বেশি খোঁড়া দেবে
ভেঙে চুরে ঝাঁকা দেবে
তত বেশি অনুপম
উর্বর হ'ব।


আঁচের আগুন হ'ব,
যত বেশি উস্কাবে
তলে তলে খোঁচা দেবে
তত বেশি গনগনে
হুতাশন হ'ব।


হাওয়া হতে চাই-
যত বেশি ফুঁ দেবে
নাড়া দেবে, ঝাড়া দেবে
তত বেশি উত্তাল
ঝড়-ঝঞ্ঝাই!
ঢাক হওয়া ভালো,
যত বেশি পেটা দেবে
খোঁটা দেবে, চাঁটা দেবে
তত বেশি রণনাদে
জয়ঢাক হ'ব।
========================
                                        - প্রভঞ্জন ঘোষ।