বিশ্বাস
^^^^^^^^^^
সেই বিশ্বাসে
পরিযায়ী ডানা মেলে
উড়ান দেয় পাখি,
পারাবার খাটো হয় ক্যানভাস জুড়ে,
বাংলায় বাসা বাঁধে
বালিদ্বীপে,বার্মাতে।
সেই বিশ্বাসে মস্তিস্ক
সুশীতল হ্রদে
সাঁতরিয়ে তুলে আনে
সমাধা রতন-
কুয়াশার ঘোর কাটে
পারাপারে বাঁধা হয় অদৃশ্য বাঁধন!
টুপ্ টাপ্ ফল পড়ে
খেজুরের তলে,
টিপ্ টিপ্ জল ঝরে-
প্রান্তর নেচে ওঠে
সোঁদা সুরভিতে।
যেই বিশ্বাসে
মৌরলা ল্যাজ নাড়ে-
দেহ তরী নিয়ে যায়
কাঙ্খিত নীরে;
সেই বিশ্বাসে
পুঞ্জিভুত মেঘ ছিন্ন হয়
তৃনয়ন মেলে ধরে
চন্দ্র-তপন,
শাস্বত রং ফোটে।
নেচে ওঠে ক্লোরোফিল
বেবাক কোরক- - -
বিশ্বাসে বাঁধা বুক
সাধ নিয়ে বাঁধা,
অনন্ত সমাদরে-
তোমার ঔদার্য বিম্বিত হোক।
==========================
                                       - প্রভঞ্জন ঘোষ।