ফসল
  ^^^^^^^^^
ফসল যদি নাই ফলে
রাতের বেলার, দিনের বেলার
পেটের খাবার কই মেলে,
সকল হাসি সকল খুশি
চাষির মুখে দাও ঢেলে।


ফসল যদি নাই ফলে                                    
চাল ডাল তেল বেগুন আলু
হেঁসেলজোড়া কই মেলে,
সকল সবুজ, সকল শ্যামল
মাঠে ক্ষেতে দাও মেলে!


বরবটি ঝাড় লাফিয়ে বাড়ুক
লাউয়ের ডগা ডগমগাক,
করলা-কদু-পুঁইয়ের মাচা
লতার ভারে নুইয়ে যাক।


ফসল যদি নাই ফলে
চোখের য্যোতি, দেহের য্যোতি
পা-এর গতি কই মেলে?
হাতের শক্তি প্রাণের শক্তি
চাষার  প্রাণে না দিলে?
================================
                                          - প্রভঞ্জন ঘোষ