তার কাছে নাকি এইভাবে যেতে হয়
এইভাবে না গেলে
সে নাকি দাঁড়ায় না গৃহের প্রাঙ্গনে।
নিজেকে সাজাতে-সাজাতে
সাজসজ্জার বেশটাই গিয়েছে পাল্টিয়ে
ঝুরিমূল সরাতে-সরাতে
আঙ্গুলের ছাল হয়েছে পাটকিলে।
ঘুরে দাঁড়াবো ভাবছি,
যতবার ঘুরে দাঁড়াই
সে তার মোহন বাঁশি বাজিয়ে
ঘোর লাগায়,
একসঙ্গে ধাঁধাঁর বাঁশি, বিরহের ----
-----------------------------------------
--