একটা গুঁতোয় গর্ত ছাড়া
হুমড়ে কুপোকাৎ
আর এক গুঁতোয় বেহুঁশ করে
প্রাণ করে দে মাৎ।


আবার যদি খুঁড়িয়ে ওঠে
আর এক গুঁতো দিয়ে
পগারটি পার করিয়ে ছাড়ো
তল্পিতল্পা নিয়ে।


আর এক গুঁতোয় মামার গৃহে
পাঠিয়ো তবে ছাড়ি',
উঁটকোগুলো নেহাৎ বেশি
করলে বাড়াবাড়ি।


গুঁতোর ঘায়ে চোষক গুলোর
প্রাণ করো অস্থির,
গুঁতিয়ে-গুঁতিয়ে পাছা ফোলাও
একটি-আরেকটির।


সকল কিছু আঁকড়ে-আঁকড়ে
জাবড়ে বসে আছে
সামনে পিছে চতুর্দিকে
দূরত্বে আর কাছে।


ব্যাঙগুলোকে,গোসাপগুলো
শুয়ারগুলো যত
শেয়ালগুলো হুক্কা দিয়ে
জঙ্গলে হোক স্থিত।


হুড়কো নিয়ে, কোঁতকা নিয়ে
শাবল,যে যা পারো
গুঁতিয়ে-গুঁতিয়ে চিহ্নটুকু
প্লট্ থেকে দূর করো।


এই না বলে সবাই মিলে
তুলে স্বহস্ত
জানান দিয়ে হাঁকিয়ে দিয়ো
গুঁতোর মাহাত্ম্য।
""""""""""""""""""""""""""""