মাটি ছিলে
পাথর হলে
পাথরে-পাথরে প্রস্তরময় পাহাড়!
গুল্মে-বৃক্ষে চিত্র ফোটালে
পক্ষি-শ্বাপদে রাগিনী ছোটালে
ছোটালে সবার ওপরে অপার
ঝরনা-বাহার।


পলি ছিলে
পাথর হলে
পাথরে-পাথরে প্রস্তরময় পর্বত!
বরফে-বরফে মুকুট চড়ালে
অরুনরাগের দীপ্তি ছোটালে
ছোটালে সবার ওপরে নদীর
কুলু-কুলু নীর।


বাষ্প ছিলে
মেঘ হলে
মেঘে-মেঘে মেঘমেদুর অম্বর!
বজ্রনিনাদে ডঙ্কা বাজালে
বিজুলি রেখায় আলোক ঝরালে
ঝরালে অশেষ আকুলপারা
বৃষ্টি ধারা।


ঝর্ণা-তটিনী-বরিষনযোগে
এতদ মুকুর
সাগরে-সাগরে অথৈ সলিলে
টইটম্বুর!


::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::