পিজ্জা,পাস্তা,চিলিচিকেন্,কোরমা
রেশমিকাবাব,বিরিয়ানি,বার্গার,সাম্বার
ইটালিয়ান-জাপানিজ-থাইফুড
রাজকচুরী,ভেজথালি,পনিরপেটিস্
দিলখোশ,বারবিকিউ,চিকেনতন্দুরি
ডিমের ডেভিল,ক্ষীরকদম্ব,রসমঞ্জুরী


আলোয়ান,জামদানি,বেনারসিকাতান্
সিল্ককাতান্,জহর কোট,শেরওয়ানি
লালগালিচা,কুর্তা-কুর্তি,ভেলভেট্
চোলি,লেহেঙ্গা,বিকিনি
ব্লেজার,সাটিংসুটিং-


পেস্তা,ইলাচি,কেশর,কস্তুরি,ময়ান
জাফরান,ক্যাওড়াজল,বেরেস্তা,সয়াসস্
গোলাপজল,খোয়াক্ষীর,মাওয়া
লেই,পুডিং-


রুজ,ফেসিয়াল,কেশচর্চা,মাউথওয়াশ
পারফিউম্,আতর,কসমেটিকস্,ড্রাইওয়াশ
মডেলিং,চিকনাই


মাল্টিকরপোরেট,শপিংকমপ্লেক্স
ভেজিটেবল হাব,ফরেনকোম্পানি
ম্যানেজিংডিরেক্টরি,এভিয়েশান এ্যাক্টিভিটি
সুপারফেসিলিটি-


ক্রেডিটকার্ড,ডেবিটকার্ড,গ্রিনকার্ড,পিনকোড্
ওয়ানটাইম পাশওয়ার্ড,স্ক্রীনটাচ,মাইক্রোওয়েভার
কুপনকার্ড,ডিজিটাল কার্ড-

বেলোয়ারিকাচ,ঝাড়বাতি.নৈশভোজ,বুফেসিস্টেম
রকপার্টি,ন্যান্সিড্যান্স,কুর্শি,কিন্নরি,বুটিকশিল্পি
জরিদার,সোসালসিস্টেম,দস্তুরী,দপ্তরি
শো-রুমে ঢুকে গুজগুজানি-


এই সমস্ত দিয়ে কাব্য হয়,
যতই দেবে চটকদারি
ততই হবে আহামরি।


আর,
শালিখ পাখি,দুব্বোঘাস,চুয়াচন্দন
জোৎস্না-অমাবস্যি,পুকুরের সর,কাঁচামাটি
বাঁশ-বৃক্ষ,তালগাছ,হরিতকি,খোলকীর্তন


যাত্রাপালা,অন্নপ্রাসন,শিবের গাজন
তারকেশ্বর,নবরাত্রি,সবেবরাত-


আর,
মাঝিমাল্লার গান,ঠাকুরমারঝুলি,রূপকথা
কথকতা,রথযাত্রা,তালপাতার সেপাই
ঘুগনি-মুড়ি,তেলেভাজা-চপ,নারকোল
কাঁচালঙ্কা,বেগুন চারা,বনমোরগ-


আর,
লোকাল ট্রেন,বাইসাইকেল,টানাগাড়ি,ট্রাম
নন্দন,কফিহাউস্,কলামন্দির,পাঁচুদার চা দোকান
ময়দান,ফুটবল ম্যাচ,চড়াই পাখি,মগডালের চিল
৩,নম্বর বাস,হুগলি সেতু,গঙ্গার ঢেউ
বাগবাজারের জেটি,পাখি মার্কেট
মানিকতলা বাজার,মঙ্গলা হাট-


আর,
নিশ্চিন্দিপুর,বক্সিগঞ্জ,মাহেশ,ধানসিঁড়ি
পুঁইমাচা,কালবোশেখী,আমকুড়ানো
তেপান্তরের মাঠ,পান্তাভূত,ঝিঙ্গেফুল,বুড়িগঙ্গা
বুড়িবালাম,ধলেশ্বরী,অজপাড়াগাঁ,টিয়াপাখি
মাটিরমানুষ,বাদাম চাষ,শিলাবৃষ্টি
খোলার চাল,ধামসা-মাদল,বরজপোতা
ধেনোজমি,দারকিনি মাছ--------


এ সব নাকি ফালতু,বাজে,
আজ কবিতার ত্বক খসেছে
দৃশ্য কেবল হাড়ের সাজে!
""""""""''''''''''''''''''''''''''''''''''''''"""""""""""""""""
"""""""""'"'"""""""""