কোন্ পাখোয়াজ লাগে
তোমার মেঘমন্দ্রের সাথে?
কোন্ এস্রাজ  লাগে
তোমার সাগর সিম্ফনীতে?


কোন্ পরবের, কোন প্রাসাদের
কোন্ নিয়নের আলো,
তোমার চন্দ্র তারার মতো
এমন ঝলোমলো?


কোন্ রাজনের সিংহাসনের
এত নিটোল বাঁধন?
তোমার খাঁটি  মাটির বাড়া
কোথায় এমন আসন?


কোথায় এমন অমোঘ অস্ত্র
কোন্  গুদামের ছায়ে?
তোমার ঝুলির  মারি ও মড়ক
উল্কাপাতের চেয়ে!


কোথায় এত বিত্ত বিভব
কোন্ কুবেরের কাছে?
ঊর্দ্ধে  নিম্নে  গুপ্তধনে
তোমার যে ধন আছে?


কোথায় এত স্নেহের পরশ
ভালোবাসার সুধা?
তোমার পুত্র-কণ্যা গণ্যে
নিছক বাঁচা সাধা।
==========================